২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাজধানীর হোটেলগুলোতে বাড়ছে নজরদারি

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ রাজধানীর আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশি তৎপরতা বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আবদুল বাতেন বলেন, ‘এখন থেকে হোটেলগুলোতে যাতে অসামাজিক কার্যকলাপ না হয় সেদিকে নজরদারি বাড়ানো হবে। হোটেলগুলোতে যাতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ না হয় সে ব্যাপারে সজাগ থাকবে পুলিশ। একটি হোটেলে কী ধরনের কার্যকলাপ চলে, তাদের কী নিয়ম-কানুন আছে, কারা ভাড়া নিয়ে হোটেলে থাকে- তা চেক করে দেখা হবে।’
নারী ব্যবসায় জড়িত থাকার দায়ে গ্রেফতার শামীমা নূর পাপিয়ার বিষয়ে তিনি বলেন, তার (পাপিয়া) বিরুদ্ধে র্যাব তিনটি মামলা করেছে। ওই সব মামলায় সে ১৫ দিনের রিমান্ডে আছে। মামলাগুলো ইতিমধ্যে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এখনও জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি। পাপিয়ার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা, তার অর্থের উৎস কী, এত বেপরোয়া হওয়ার পেছনের শক্তির উৎস কী- সবই তদন্ত করে দেখা হবে। পাপিয়ার বিষয়ে কোনো ভুক্তভোগী অভিযোগ করলে তাও তদন্ত করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network