২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

করোনায় অনিশ্চিত এশিয়া একাদশ-বিশ্ব একাদশের ম্যাচ

আপডেট: মার্চ ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

একদিন আগেই এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচের চূড়ান্ত তারিখ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দুটি টি-টোয়েন্টি ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের আসার কথাও জানিয়েছেন তিনি। কিন্তু এসব আয়োজন অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হতে পারে। ২১ এবং ২২ মার্চের ম্যাচ দুটির ভবিষ্যতও হুমকির মুখে পড়ে গেছে। পিছিয়ে দেওয়া হতে পারে ম্যাচ দুটির তারিখ। করোনা ভাইরাস সতর্কতায় এমন সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ম্যাচ দুটির ব্যাপারে এখনও আলোচনা হয়নি।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ম্যাচ দুটি নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। বাতিল কিংবা স্থগিত করার আগে আমাদের অনেকগুলো বিষয় ভাবতে হবে। ম্যাচ দুটির সঙ্গে বিভিন্ন দেশের বোর্ড জড়িত, ক্রিকেটার জড়িত। কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে অনেক কিছুই ভাবতে হবে। এ ছাড়া গোটা বছর সময় আছে। সুতরাং ম্যাচ দুটির ভবিষ্যত নিয়েও ভাবতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দুটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি। সরকারের সঙ্গে আলোচনার পর উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দুটির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে পরামর্শের জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের।

বাংলাদেশে এখন পর্যন্ত তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বিষয়টি ভাবাচ্ছে বিসিবিকেও। যে কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একজনের কাছে একটির বেশি টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও একই সিদ্ধান্তে থাকবে বিসিবি।

পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। ফুটবল মাঠেও এর প্রভাব পড়ছে। সোমবার রাতে দর্শকিবিহীন মাঠে খেলেছে সিরি এ’র দুই জায়ান্ট জুভেন্টাস ও ইন্টার মিলান। ক্রিশ্চিয়ানো রোনালদোদের ২-০ গোলের জয়ের ম্যাচে গ্যালারি পুরো ফাঁকা রাখা হয়েছিল।

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচে এশিয়ার হয়ে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারের খেলার কথা রয়েছে। তারা হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। এ ছাড়া ভারতের শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, লোকেশ রাহুলরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্যাপারটি এখনও নিশ্চিত হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network