১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সাংবাদিক আরিফুলের ওপর নির্যাতনের প্রতিবাদে মোরেলগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট: মার্চ ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:: বাগেরহাট: বাংলা ট্রিবিউন-এর কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে অমানুষিক নির্যাতন করায় জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বুধবার সকাল ১১টায় মানবন্ধন করেছেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম শরীফ, গনেশ পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামাল শরীফ, দক্ষিণাঞ্চল সমাচার পত্রিকার সম্পাদক ডা. শিব্বির আহ্মেদ, সিডর সম্পাদক মইনুল ইসলাম, জামাল হোসেন বাপ্পা, শেখ সাইফুল ইসলাম কবির,জয় বাংলা ভিশনের সম্পাদক ইন্জিনিয়ার শাহ জাহান আলী খান হায়দার,সাংবাদিক রফিকুল ইসলাম মাসুম, ফজলুল হক খোকন, রাজীব আহসান রাজু, এম.পলাশ শরীফ, এইচএম শহিদুল ইসলাম, শাহ আলম তালুকদার, হেমায়েত হোসেন হিমু,।

এ ছাড়াও এ মানববন্ধনে মোরেলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ একাত্বতা ঘোষণা করে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. হাসানুজ্জামান বাবু, শহিদুল ইসলাম খান, মিজানুর রহমান,আরিফুল ইসলাম আরিফ, আব্দুল কুদ্দুস, রমিজ উদ্দিন, ছগির হোসেন প্রমুখ। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীন ও তার সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network