২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভারতে করোনায় মৃত সংখ্যা বেড়ে ১১, আক্রান্ত ৫৬২ জন

আপডেট: মার্চ ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১-তে। এর মধ্যে দুজন বিদেশি নাগরিক রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ভোরে তামিলনাডুতে মৃত্যু হয় ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির। এটি তামিলনাডুতে প্রথম মৃত্যু। মাদুরাইতে করোনা পজিটিভ অবস্থায় ভর্তি ছিলেন ওই ব্যক্তি। তার ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

বুধবার সকাল পর্যন্ত ভারতে এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ৫৬২ জন। ১১ মার্চ করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর থেকেই নড়চড়ে বসেছে প্রতিটি দেশ। ভারতেও জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভাষণে বুধবার থেকে দেশ লকডাউনের ঘোষণা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাও এক ধরনের কার্ফু। কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। এভাবেই করোনা ভাইরাস থেকে বাঁচানো সম্ভব।’

মোদি বলেন, ‘২১ দিন নিয়ন্ত্রণে আনতে না পারলে ২১ বছর পিছিয়ে যেতে হবে আপনাদের।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network