২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাগেরহাটে কোয়ারেন্টাইনে ১২২৮, নিয়ম মানছেন না ২৯৭২ প্রবাসী

আপডেট: মার্চ ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট : বাগেরহাট জেলায় ৩৮ দেশ থেকে বাড়ি ফেরা ৪ হাজার ২০০ প্রবাসীর মধ্যে মাত্র ১ হাজার ২২৮ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া ৫২৫ জনের হোম কোয়ারেন্টাইনের নির্ধারিত সময় পূর্ণ হওয়ায় তারা বাড়ি ফিরেছেন। তবে কোয়ারেন্টাইন না করা ২ হাজার ৯৭২ জন প্রবাসীকে বাড়িতে বাড়িতে খুঁজে ফিরছে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও স্থানীয়জন প্রতিনিধিরা। এসব প্রবাসীর বাড়ীতে টানানো হচ্ছে লাল পতাকা। এ্ই বিপুল সংখ্যক প্রবাসী কোয়ারেন্টাইন না করায় জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে বাগেরহাট জেলায় ডাক্তার, নার্সসহ ১ হাজার ১৮৮ জন স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ১৫০টি পিপিই পাঠিয়েছে। এসব পিপিইর মধ্যে বাগেরহাট সদর হাসপাতালে ৫০টি ও ৮টি উপজেলা হাসপাতালের প্রত্যেকটিতে ৫টি করে পিপিই দেয়া হয়েছে। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, ইমিগ্রেশন পুলিশের দেয়া তালিকা অনুযায়ী, জেলা সিভিল সার্জন অফিসের কর্মরত চিকিৎসকদেরও পিপিই দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network