১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরগুনায় কাজ করেছে নৌবাহিনী কোয়ারেন্টিন নিশ্চিত করতে

আপডেট: মার্চ ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক সঙ্গ নিরোধ এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে দেশের উপকূলীয় জেলা বরগুনায় কাজ শুরু করেছে নৌবাহিনীর সদস্যরা। কমান্ডার নুরু-উজ-জামান এর নেতৃত্বে নৌবাহিনীর দুই শতাধিক সদস্য বরগুনা পৌঁছেই দুপুর থেকে তারা করোনাভাইরাস সংক্রমণ প্রতিহতের জন্য কাজ শুরু করেন।

বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘ইন এইড সিভিল পাওয়ার’-এর আওতায় বরগুনায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। বরগুনায় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টিন নিশ্চিত করা এবং বিশেষ নজরদারির ব্যবস্থা করাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে নৌবাহিনীর মোতায়েনকৃত সদস্যা।

এসব কার্যক্রমের মধ্যে উপকূলীয় বিভিন্ন দুর্গম এলাকায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থাসহ নিরবচ্ছিন্নভাবে টহল দেবেন নৌবাহিনীর সদস্যরা। টহলের পাশাপাশি তারা বরগুনার আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। এ ছাড়া যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত থাকবেন নৌবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে বরগুনা জেলার ছয়টি উপজেলার মধ্যে আমতলী-তালতলী ব্যতীত বাকি চারটি উপজেলায় কাজ শুরু করেছে নৌবাহিনীর সদস্যরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে আমতলী ও তালতলীত উপজেলায় শতাধিক নৌবাহিনীর সদস্য কাজ শুরু করবে। এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে সরকারের সকল আদেশ পালনে সাধারণ মানুষকে বাধ্য করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network