২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভারতে করোনায় আক্রান্ত ৭১৯, মৃত্যু বেড়ে ১৬

আপডেট: মার্চ ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট ক্রমেই বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে নতুন করে ৮৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১৯ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮৮ জন হলেও বুধবারের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ জন।

এদিকে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে আরো একজন নতুন করোনাভাইরাসে আক্রান্তের খবর মিলেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনা রোগীর সংখ্যাটা দাঁড়িয়েছে ১০।

প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করতে ২১ দিনের জন্য পুরো ভারত লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে লকডাউনের দ্বিতীয় দিনে ১ দশমিক ৭ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনার কারণে ক্ষতিগ্রস্ত লোকজনের পেছনে এই অর্থ ব্যয় করা হবে জানা গেছে।

অপরদিকে, করোনার কারণে পুরো দেশ লকডাউন হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। বিশেষ করে যেসব অভিবাসী শ্রমিক এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের উদ্দেশে গেছেন তারা সেখানে আটকা পড়েছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার উৎপত্তি হওয়ার পর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ৫ লাখ ৩১ হাজার ৮০৬ জন আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ২৪ হাজার ৭৩ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network