২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভারতে করোনা আক্রান্ত ১০০০ ছাড়াল, মৃত বেড়ে ২৪

আপডেট: মার্চ ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০৩ জনে। এদিন ১১৭ জন নতুন করে আক্রান্ত হন।
এদিকে দ্য হিন্দু জানায়, ভারতে নতুন করে ১৮০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
করোনা সংক্রমণের আশঙ্কায় দিল্লির তিহাড় জেল থেকে ৩৫৬ জন বন্দিকে ৪৫ দিনের অন্তর্বর্তী জামিনে এবং ৬৩ জন বন্দিকে আট সপ্তাহের প্যারোলে ছেড়ে দেওয়া হয়।

উত্তরপ্রদেশ সরকারও আট সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে ১১ হাজার বন্দিকে।
অন্যদিকে রোগীদের পরিবারের লোকের তাণ্ডবে শনিবার রণক্ষেত্রে পরিণত হয় কাশ্মীরের শ্রীনগরের সরকারি হাসপাতাল। সেই সুযোগে হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে যান আইসোলেশনে থাকা ২৬ রোগী।
করোনা সংক্রমণ ঠেকাতে ভারতে কমপক্ষে ৩ কোটি ৮০ লাখ মাস্ক এবং ৬২ লাখ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রয়োজন বলে একটি সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটি মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জামের চাহিদা বাড়ছে।
এছাড়া ঘোষিত ২১ দিনের লকডাউনের মধ্যেই রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network