২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

সর্দি-কাশি-জ্বরে পটুয়াখালীতে এক ব্যক্তির মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

আপডেট: মার্চ ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী: পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকার বাদবরবাড়ি এলাকায় জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে আব্দুর রশিদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে ওই ব্যক্তির মৃত্যু হয়। জ্বরের সাথে কাশি থাকায় ওই ব্যক্তির মৃত্যু হওয়ায় এলাকা ও এর আশপাশের এলাকায় করোনা ভাইরাস আতংক দেখা দেয়।
রাতেই জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
মৃত আব্দুর রশিদ ভোলা জেলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকাশ জেলখানার দক্ষিণ পাশে তার মেয়ের বাসায় কিছু দিন আগে বেড়াতে আসেন রশিদ।
পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান,  মৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনা ভাইরাস সন্দেহ করায় মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network