১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে করোনা ইউনিটে মৃত্যু, বাড়ি লাল পতাকা টাঙিয়ে লকডাউন

আপডেট: মার্চ ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
রোববার সকালে মৃত্যুর পর দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া ডিবুয়াপুর তালুকদার বাড়ি সংলগ্ন বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি।

উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, এই বাড়ির কেউ বাড়ির বাইরে বের হবেন না। আমরা তাদের খাদ্য সহায়তা প্রদান করবো। এলাকাবাসী এই বাড়িতে যাতায়াত করবেন না এবং বাড়ির সদস্যরাও বাড়ির বাইরে বের হবেন না।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ রহমান জানান, এর ব্যাতয় ঘটলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (২৯ মার্চ) সকাল ৭টা ২০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network