২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে পুড়ে ছাই ২০ দোকান

আপডেট: মার্চ ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১১টায়  আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই  ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে বাজার বণিক সমিতি।

বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল জানান, করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় মার্কেটের দোকানপাট সব বন্ধ ছিল। এরই মাঝে বেলা ১১ টার দিকে হঠাৎ সাতৈর শাহী জামে মসজিদ পুরাতন মার্কেটে আগুনের ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ফরহাদ শেখের গ্যাস সিলিন্ডারের দোকানে একাধিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। এতে আগুন ভয়াবহ রূপ নেয় ও আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন পণ্যের ২০টি দোকান পুড়ে ছাই হয়। খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মধুখালী ও মোহম্মদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর শেখ বলেন, ’আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।’

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান মোল্লার বলেন, ’আগুনে প্রায়  কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন কি ভাবে লেগেছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network