২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পদ্মাসেতুর মূল ৪২টি পিলারের কাজ শেষ হলো

আপডেট: এপ্রিল ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ক্রমের শেষে দিকে এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্ম সেতু নির্মাণ। ইতোমধ্যে ৪২টি পিলারের (খুঁটির) সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে কেবল ১৪টি স্প্যান ওঠানো। এরপর স্প্যানের ভেতরে রেলপথ ও ওপরের সড়কপথ বিস্তৃত করার কাজ শুরু হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ২৬তম পিলারের কাজ শেষ করার মধ্য দিয়ে মোট ৪২টি পিলারের নির্মাণ কাজ শেষ হয়।এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর সর্বশেষ পিলারের ওপরের অংশের ঢালাই কংক্রিটিং শুরু করা হয়।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম রাইডিজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এরপর আরও তিন দিনের মধ্যে এটি শক্ত আকার ধারণ করবে। আর প্রায় এক মাসের মধ্যে পুরোপুরি লোড নেওয়ার ক্ষমতা পাবে এ পিলার।

প্রায় সাড়ে চার বছর ধরে চলা পদ্মাসেতুর খুঁটির কাজ শেষের মধ্য দিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতিক্রম করলো দেশের সবচেয়ে বড় এ প্রকল্প। মাঝখানে শুধুমাত্র খুঁটি জটিলতার কারণে কাজ পিছিয়েছে এক বছরের বেশি সময়। নদী তলদেশের মাটির গুণগত বৈশিষ্ট্য বদলে খুঁটি গেঁথেছেন সেতুর প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network