২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কোয়ারেন্টিন না মানলে রাশিয়ায় ৭ বছর কারাদণ্ড

আপডেট: এপ্রিল ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক:: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কোয়ারেন্টিন না মানলে এবং এ সময় অন্য কোনো গুরুতর অপরাধ করলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার আইন পাস করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ‘অ্যান্টি ভাইরাস’ শিরোনামে এ আইনটি রাশিয়ার পার্লামেন্টে পাস হয়েছে।

করোনাভাইরাসের ক্রান্তিকালে কঠিন এ আইন পাস করল রাশিয়া। বিশেষ করে মস্কোতে লকডাউনের সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ আইন করা হয়েছে।

রাশিয়ায় এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৩৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৭ জন।

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় তার দেশের মূল্যবান সময় হাতে রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network