২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

যুক্তরাষ্ট্রে মৃত্যুর রেকর্ড, একদিনেই ১০৪৯ জনের মৃত্যু

আপডেট: এপ্রিল ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়ালো। আর আক্রান্ত ৯ লাখ ৩৫ হাজারের বেশি।
প্রাণঘাতী মহামারীতে একদিনে সর্বোচ্চ এক হাজার ৪৯ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে দেশটিতে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে; আক্রান্তের সংখ্যাও সোয়া লাখের বেশি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ নিউইয়র্ক, নিউজার্সি ও ক্যালিফোর্নিয়া।
এদিকে, ইউরোপের দু’দেশ ইতালি আর স্পেনেও সংক্রমিত ব্যক্তির সংখ্যা লাখ ছাড়িয়েছে। গেলো ২৪ ঘণ্টায় ৯২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্পেন; দেশটিতে করোনা পজিটিভ এক লাখ ৫ হাজারের মতো। আর ইতালিতে কিছুটা কমেছে মৃত্যুহার। বুধবার ৭২৭ জনের প্রাণহানির খবর জানিয়েছে রোম; আক্রান্ত এক লাখ ১০ হাজারের বেশি। বিশ্বজুড়ে একদিনেই করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। নতুন করে আক্রান্ত ৭৭ হাজারের মতো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network