২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘরে ঘরে ত্রাণসামগ্রী নিয়ে গেলেন এমপি মহিব

আপডেট: এপ্রিল ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবন-জীবিকা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা।এমতাবস্থায় দুস্থদের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মহিবুর রহমান মহিব। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ওই সব দুস্থ-অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এক হাজার পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

জানা গেছে, উপজেলার কাজিরহাওলা আশ্রয়ণ প্রকল্প, বাহেরচর আশ্রয়ণ প্রকল্প, নয়াভাঙ্গুনি আশ্রয়ণ প্রকল্প, নয়াভাঙ্গুনি বেড়িবাঁধের বাহিরে এবং নদীভাঙনকবলিত চালিতাবুনিয়ায় গিয়ে দুস্থ-অসহায় এক হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল ও একটি সাবান বিতরণ করেছেন এমপি মহিব।

এ সময় আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এমপিপত্নী ফাতেমা আক্তার রেখা উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি লোকজনের মাঝে সুরক্ষা মাস্ক বিতরণ করেন।

ত্রাণসামগ্রী বিতরণের সময় এমপি মহিবুর রহমান মহিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে ঘরে গিয়ে অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম চলমান থাকবে। উপজেলাবাসীকে ঘরে থাকতে অনুরোধ করছি।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network