২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

হাতিরঝিলে রাজধানীবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দে মেতেছেন দর্শনার্থীরা

আপডেট: মে ৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ঈদের দিনে রাজধানীর হাতিরঝিলে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর রাজধানীবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। কেউ সপরিবারে দল বেঁধে ঈদের আনন্দ উপভোগ করতে ছুঁটে এসেছে মনোরম পরিবেশ হাতিরঝিলে ঘুরতে। কেউ এসেছেন বন্ধু-বান্ধবী নিয়ে। সাথে মোটর বাইক। চলছেন যেতে অতিগতিতে হাওয়াই বেগে। মটর বাইক নিয়ে কেউ আবার খেলায় মেতেছেন। আগত দর্শনার্থীরা দেখতে এই খেলা।

মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, নতুন পোশাকের রঙে হাতিরঝিল রূপ নিয়েছে এক টুকরো রঙিন ক্যানভাসে। বড়দের চেয়ে ছোটদের আনন্দ ও উচ্ছ্বাস বেশি।  শিশু-কিশোরদের দৌড়াদৌড়ি, লাফালাফিতে গোটা হাতিরঝিল আনন্দ উদ্যানে পরিণত হয়েছে।

দর্শনার্থীদের আগমন উপলক্ষে হাতিরঝিলের প্রতিটি প্রবেশমুখের বিশেষ করে মধুবাগ পয়েন্টের  ফুটপাতে ফুসকা-চটপটিসহ নানা রকম মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। চেয়ারে বসে খাইচ্ছে আগতরা। পাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন। ঘোরাঘুরি শেষে এসব দোকানে বসে পছন্দমতো খাবার খাচ্ছেন অনেকে।

পশ্চিম রামপুরা থেকে পরিবার নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন মুন্নী বেগম। তার সাথে রয়েছে ২ টি শিশু। তিনি বলেন, সকালে যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ঘরে বসে ভাবছিলাম এবার ঈদের দিনেও বুঝি বের হতে পারব না। দুপুরের পর রোদ ওঠায় মনটা বদলে গেলো। বেরিয়ে পড়লাম হাতিরঝিল ঘুরতে।

এদিকে, ব্যক্তিগত প্রাইভেটকারে ঘুরতে এসেছে এক যুগল। বললেন আমরা গাড়ি পার্কিং করে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে ঘুরব। পানিতে ঘুরার মজাই আলাদা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network