৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

সাংবাদিককে হত্যার হুমকিদাতা রাজনের গ্রেফতারের দাবিতে জীবননগরে মানববন্ধন

আপডেট: জুলাই ১৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর জীবননগর প্রতিনিধি জামাল হোসেন খোকনকে হত্যার হুমকিদাতা চোরাকারবারি রাজনের গ্রেফতারের দাবিতে জীবননগরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর সাংবাদিক সমিতির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় জীবননগর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যা ঘন্টব্যাপী চলে।

জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৭১ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, জীবননগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেস ক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক নুর আলম, মহেশপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য জমির উদ্দিন এবং জীবননগর সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য এইচ এম হাকিম।

এসময় সাংবাদিক নেতারা বলন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের রাজন একজন চিহ্নিত চোরাকারবারি। কয়েক বছর আগে সে হুন্ডির টাকাসহ বিজিবির হাতে আটক হয়। এছাড়া সে বিজিবি-পুলিশের কথিত সোর্স। সে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথেও জড়িত বলে জোর গুঞ্জন রয়েছে। সম্প্রতি মাদক সংক্রান্ত একটি অনুসন্ধানী নিউজ করায় দৈনিক জনবাণী পত্রিকার জীবননগর প্রতিনিধি জামাল হোসেন খোকনকে হত্যার হুমকি দিয়েছে রাজন। যা মাদক ও চোরাকারবারিদের সাহসের বহিঃপ্রকাশ। কিন্তু রাজন হয়তো জানে না, এসব হুমকি ধামকিতে সাংবাদিকরা কখনো ভয় পায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা অবিলম্বে রাজনকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। তা না হলে আমরা সাংবাদিক সমাজ জীবননগর উপজেলাবাসীর সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।

জীবননগর সাংবাদিক সমিতির সহসভাপতি রমজান আলীর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলম, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, বাংলা টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি মামুন মোল্লা, উথলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন, জীবননগর সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক রাসেল হোসেন মুন্না, প্রচার সম্পাদক এ.এস.এম রকি, প্রতিষ্ঠাকালীন সদস্য এস.এম সাফায়েত, সাংবাদিক সজীব হোসেন, আল আমিন মোল্লাসহ উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, মাদক সংক্রান্ত অনুসন্ধানী নিউজ করায় দৈনিক জনবাণী পত্রিকার জীবননগর প্রতিনিধি জামাল হোসেন খোকনকে গত ১০ই জুলাই হত্যার হুমকি প্রদান করে চোরাকারবারি রাজন। এ ঘটনায় ১১ই জুলাই দুপুরে জীবননগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক জামাল হোসেন খোকন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network