১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে তিন বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। আজ রবিবার দুপুর ২টার দিকে অসুস্থতাজনিত কারণে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কলাপাড়া-রাঙ্গাবালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার ভাগ্নে মো. রাশেদ কায়সার জানান, আজ রবিবার মাগরিব বাদ মিরপুরে তার প্রথম জানাজা শেষে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা করা হবে। তার স্ত্রী, দুই কন্যা মৃত্যুকালে তার পাশেই ছিলেন বলে জানান তার ভাগ্নে রাশেদ কায়সার।

সোমবার জহুরবাদ কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা এবং আসরবাদ গ্রামের বাড়ি বালিয়াতলিতে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network