১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন আলী (৩৪) আটক হয়েছে। বুধবার (২৫শে সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় শহরের আরামপাড়া মাছবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। নয়ন আলী চুয়াডাঙ্গা হকপাড়ার মনসুর আলীর ছেলে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া মাছবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক নয়ন আলীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network