৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

মঠবাড়িয়ায় স্লুইজগেট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

আপডেট: অক্টোবর ১৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

মঠবাড়িয়া প্রতিনিধি:: ৫টি গ্রামের জলাবদ্ধতা নিরসনে স্লুইজগেট নির্মাণের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী শহস্রাধিক কৃষক।

সোমবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফাল বাড়িয়া গ্রামের হলতা নদীর শাখা তারাখালের বাঁধের ওপর এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে তাফালবাড়িয়া গ্রামের মাদরাসা শিক্ষক মো. ফারুক আলমের সভাপতিতেত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কৃষক রেজাউল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক, কৃষক সেলিম সিকদার, মো. হাবিবুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, তারাখালে বাঁধ দেওয়ার কারণে খালের পানির স্বাভাবিক গতিধারা নষ্ট হচ্ছে। এতে কৃষির ক্ষতি হচ্ছে। খালটি পরিদর্শন করে সেখানে স্লুইজগেট নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network