আপডেট: নভেম্বর ১, ২০২৪
নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোঃ মনিরুল হাসান শাকিলের বসত ঘরের তালা ভেঙ্গে ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। নগদ ৮ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোঃ মনিরুল হাসান শাকিল চাকরির প্রয়োজনে রাজশাহীতে বসবাস করেন। তার ছোট ভাই আরজু স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। তাদের মা মাকসুদা বেগম বাড়িতে একা বসবাস করেন। মাকসুদা বেগমের চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদে বৃহস্পতিবার বিকালে ঘরের সবকটি দরজা জানালা বন্ধ করে তালা ঝুলিয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাবার বাড়ীতে যায়। বাবার বাড়ি থেকে শুক্রবার সকালে বাড়িতে এসে দেখতে পায় তার ঘরের দরজা খোলা এবং তালা ভেঙ্গে ফেলেছে। তা দেখে চিৎকার দিলে বাড়ীর ও আসপাশের লোকজন চলে আসে। পরে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় আলমারি ও শোকেসের তালা ভেঙে সবকিছু তছনছ করে ফেলে রেখেছে চোরেরা।
চুরির ঘটনায় মাকসুদা বেগমের বলেন, গতকাল বাবার বাড়িতে গেছিলাম চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে। সকালে বাড়ি ফিরে দেখি ঘরের তালা ভেঙ্গে চোরেরা ঘরে থাকার নগদ ৮ লাখ টাকা ও দুই পুত্রবধূর ও আমার প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ছিল আলমারি ও শোকেস ভেঙে চোরেরা সব লুট করে নিয়ে গেছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিকুল ইসলাম বলেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।