১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পোড়াদহে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ আন্দুলবাড়ীয়ার তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট: নভেম্বর ৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

কুষ্টিয়ার পোড়াদহ থেকে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনে তল্লাশি চালিয়ে শনিবার (২রা নভেম্বর ২০২৪) ভোরে তাদের আটক করা হয়। আটক হওয়া তিন মাদক ব্যবসায়ী হলো- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার অমেদুল মণ্ডলের স্ত্রী হাজেরা খাতুন (৪৫) একই এলাকার মহিদুল মণ্ডলের ছেলে শাকিল হোসেন (২৪) এবং রশিদ মণ্ডলের ছেলে হাসান মিয়া (২১)। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে পোড়াদহ রেলওয়ে থানার এসআই মহির উদ্দিন মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করেন। তল্লাশিকালে এক নারীসহ তিনজনকে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩৩০ বোতল ফেন্সিডিল। ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। এ ঘটনায় আটক তিন আসামির বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, একইদিন বিকালে দর্শনা হল্ট স্টেশনে খুলনা-চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা মেইল ট্রেন থেকে ২৩ বোতল ফেন্সিডিলসহ জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের ছব্দুলের ছেলে ফারুক হোসেনকে (৪২) আটক করে খুলনা রেলওয়ে গোয়েন্দা পুলিশের একটি দল। বিশ্বস্তসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী, সেনেরহুদা, আন্দুলবাড়ীয়াসহ আশপাশের গ্রামের মাদক ব্যবসায়ীরা কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচারের জন্য ট্রেনকে নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করছে। এর আগেও পোড়াদহে নকশিকাঁথা কমিউটার ট্রেন থেকে ফেন্সিডিলসহ উথলী এলাকার দুই যুবককে আটক করেছিল পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। এছাড়া দর্শনা হল্ট স্টেশনে মহানন্দা ট্রেন থেকে কয়েক দফা মালিকবিহীন অবস্থায় সাপের বিষ ও হেরোইন উদ্ধার করেছে বিজিবি। তবে ট্রেনে নিয়মিত মাদক পাচার হলেও মাদকের গডফাদাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। মাঝেমধ্যে যারা আটক হচ্ছে তাঁরা সবাই পাচারকারী। উথলী ও আনসারবাড়ীয়া রেলস্টেশন এলাকায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি করাসহ নিয়মিত সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করলে ট্রেনে মাদক পাচার অনেকাংশেই কমে যাবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network