নাজমুল হক মুন্না :সারাবিশ্ব করোনা ভাইরাছে আতঙ্কিত ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে বাংলাদেশও হতে পারে কঠিন বিপর্যয়।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করণ ও সকলকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে রয়েছেন সেনাবাহিনী।বন্ধ করা হয়েছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা।কিন্তু তাতে থেমে নেই সাধারন মানুষ।
ঢাকা-বরিশাল রুটের সমস্ত লঞ্চ পরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায় রাজধানীমুখী বরিশালের সাধারন শ্রমো জিবী মানুষ।সরকারের নির্দেশনা অমান্য করে ঢাকা যাবার কারন জিজ্ঞেস করলে,তারা বলেন আমরা পোশাক শ্রমিক আমাদের অফিস খোলা,ঢাকা না গেলে আমরা খাবো কি,আমাদের চাকরি চলে যাবে।