ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার দুপুরে সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের স্বপ্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাজমা আক্তার ও সাইফুল ইসলাম।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খোরশেদ আলম বলেন, একটি অটোরিকশায় করে কয়েকজন গার্মেন্টস কর্মী নেত্রকোণা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।
পরে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাজমার মৃত্যু হয়। নিহতদের সঙ্গে থাকা আইডি কার্ড দেখে তাদের নাম জানা গেলেও ঠিকানা এখনো জানা যায়নি।