অনলাইন ডেস্কঃ রংপুরে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতাররা হলেন- আসিক সরদার, আকতারুজ্জামান, আকিবুজ্জামান অংকন, তানজিলুর রহমান তামিম, সমির ঘোষ দিপ্ত।
শুক্রবার রাতে নগরীর জিএল রায় রোড ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে জেলা ডিবি কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপি কমিশনার আবদুল আলীম মাহামুদ।
 
তিনি জানান, ‘রংপুর নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। যেকোনো সময় এলাকা লকডাউন করা হতে পারে। এলাকাবাসী সাবধান।’- গ্রেফতাররা এমন একটি গুজব ছড়িয়ে ফেসবুকে পোস্ট করে। এতে নগরীর বাসিন্দাদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
 
আরএমপি কমিশনার আরো জানান। অভিযোগ পেয়ে নগরীর জিএল রায় রোড থেকে সমির ঘোষকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বাকি চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।