অনলাইন ডেস্কঃ দে‌শে এই পর্যন্ত  ২২ জন চি‌কিৎসক ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। আইসোলেশ‌নে আছেন আরো ৮৭ জন।  বাংলা‌দেশ ডক্টর ফাউন্ডেশন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
সর্ব‌শেষ পপুলার হাসপাতা‌লের এক ডাক্তার ক‌রোনায় আক্রান্ত হয়েছেন গতকাল। তার সংস্প‌র্শে আসা পাঁচ চি‌কিৎস‌ককে কোয়া‌রি‌ন্টি‌নে রাখা হ‌য়ে‌ছে বলা জানা গে‌ছে।

জানা যায়, ‌চি‌কিৎস‌কদের আইসোলেশ‌নে থাকার সংখ‌্যা‌টি হুহু ক‌রে বাড়‌ছে।
ফাউন্ডেশন এর  ট্রা‌স্টি‌ বো‌র্ডের ম্যা‌নে‌জিং ডি‌রেক্টর ডা.কাউসার ব‌লেন, সারা দে‌শে এখন পর্যন্ত ২২জন ডাক্তারের ক‌রোনা ভাইরাস শনাক্ত  হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে সর্ব‌শেষ পপুলার হাসাপাতা‌লের এক চি‌কিৎসৎকের ক‌রোনা প‌জে‌টিভ পাওয়া গেছে।

আইসোলেশ‌নে আছেন আরো ৮৭ জন। এসব ডাক্তার‌দের অনেকেই মে‌সে  বা আলাদা বাসা নি‌য়ে থা‌কেন। তা‌দের‌কে খাবার থে‌কে শুরু ক‌রে প্র‌য়োজনীয় সব কিছু সরবরাহ কর‌ছি আমরা। শুধু তাই  নয় তা‌দের চি‌কিৎসা সেবাও দি‌য়ে যা‌চ্ছি। সবসময় তা‌দের ফ‌লো‌আপের ম‌ধ্যে রাখ‌ছি।