অনলাইন ডেস্কঃ ফেনীর ফুলগাজী থেকে ওএমএস এর ছয় বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আমজাদ হাট ইউপির ফেনাপুষ্কনী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় চালসহ জাকির হোসেন সুমন নামে এক প্রবাসীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাকির হোসেন নামে এক ওমান প্রবাসীর বাড়ি থেকে ৩০ কেজি করে ৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়।
 
অভিযানে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি কর্মকর্তা) নাসরিন সুলতানা কান্তা ও ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
 
এ ঘটনায় ওএমএস ডিলার আবদুল আউয়াল নান্নুসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। খাদ্যবান্ধব এসব চাল এলাকার হতদরিদ্রের মাঝে ১০ টাকা করে বিক্রি করার কথা ছিল বলে জানা গেছে।