অনলাইন ডেস্কঃ করোনায় আক্রান্ত রোগীর ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্কসহ চিকিৎসা সরঞ্জামের বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ এপ্রিল) সকালে করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯-এর চিকিৎসায় ব্যবহৃত পিপিই, মাস্ক বা যেসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়, সেগুলো জীবাণুমুক্ত রাখা এবং এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের সকল কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মরত আছেন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। যাতে এটা থেকে কোনো রকম এ রোগের প্রাদুর্ভাব না ছড়াতে পারে। সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

তিনি বলেন, ‘সকলকে অনুরোধ করব, অন্তত মুখে মাস্কটা ব্যবহার করবেন। কারণ এটা ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। কর্মস্থলে বা যেখানে যাবেন, মাস্কটা যদি থাকে তাহলে নিজেদের অনেকটা সুরক্ষা করতে পারবেন। আর হাত না ধুয়ে চোখে-মুখে হাত দেবেন না। হাঁচি-কাশি আসলে হয় কাপড় ব্যবহার করেন, নয় রুমাল, টিস্যু ব্যবহার করেন অথবা কনুই দিয়ে হাঁচি-কাশি দেন।’