“তোরা চাল চোর”

———মোহাম্মদ এমরান।

কোন মায়ের নষ্ট পেটে জন্ম তোদের
কোন নষ্ট নগরে বসবাস!
করোনা’র এ দুর্যোগে চাল চুরি করে
অনাহারীর করছিস সর্বনাশ।

কুকুর তোরা চেটে পুটে খাস
রাস্তায় পরে থাকা পঁচা বিষ্ঠা!
অনাহারীর অন্য খেতেও বুক কাঁপে না
ওরে জানোয়ার পাপিষ্ঠা!

মানুষ যেথায় মানবতার তরে
ঘুরছে আজি সব ঘরে ঘরে!
চোরের জন্ম চোর তোরা তখন
পরের ধনেরে নিস আপন করে?

নির্লজ্জ বেহায়া তোরা
নিকৃষ্ট তোদের বংশ পরিবার!
তাইতো নির্ভয়ে আজি করিস চাল চুরি
বুঝিসনা ক্ষুধার্তের হাহাকার!

ঘৃণার ভাষাও নাইতো অাজি
থুথু তোদের চোখে মুখে!
পা চাটা কুকুর মরবি তোরা
আজ না হয় কাল যন্ত্রনায় ধুঁকে ধুঁকে!

চুরির নেশায় হোস জনপ্রতিনিধি
জনতার পেটই রাখিস খালি!
ধিক্কার তোদের চাল চোরের জাত
দু’গালে তোদের ছেঁড়া জুতার তালি!

জাতি তোদের জনপ্রতিনিধি বলে
এটাই জাতির ঘোর!
তোরা তো নরপশু টয়লেটের কীট
পরিচয় তোদের “তোরা চাল চোর”!