নিজস্ব প্রতিবেদক।।  বরিশাল জেলার উজিরপুর উপজেলায়, নাম পরিচয় বিহীন এক পাগলি আজ সকালে সোনার বাংলা বাজার এলাকায় পুত্রসন্তান প্রসব করেন ।সংবাদটি  শিরোনামে ,”উজিরপুরে মা হলেন পাগলি বাবা হলেন না কেউ “ শিরোনামে প্রকাশিত হয়,আপডেট নিউজ বিডি24.কম অনলাইনে প্রচারের  পর,,উপজেলা প্রশাসনের নজরে আসলে,উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রতিতা বিশ্বাস, ঘটনাস্থলে গিয়ে পাগলী ও তার সন্তান উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এসময় তার সাথে ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কালাম আজাদ,বর্তমানে বাচ্চা ও তার মা উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা : সাখাওয়াত হোসেন তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন । উল্লেখ্য আজ সকালে উপজেলার সোনার বাংলা বাজারে নাম পরিচয় বিহীন অজ্ঞাত পাগলী একটি পুত্র সন্তানের মা হন।শিশুটি দেখতে অনেক সুন্দর হয়,উপজেলার অনেক নিঃসন্তান দম্পতি বাচ্চাটি নেওয়ার জন্য ভিড় জমান,কিন্তু পাগলী বাচ্চাদি দিতে নারাজ