আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের আরও ১০৩ নাবিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্য দিয়ে সবমিলিয়ে এখন পর্যন্ত ওই জাহাজে থাকা ৫৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন বলে শনিবার দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে নৌবাহিনীর ওয়েবসাইটে জানানো হয়, থিওডোর রুজভেল্টের ৯২ শতাংশ মানুষের করোনার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের মধ্যে ৫৫০জন আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। আর ৩ হাজার ৬৭৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।
একই সঙ্গে রণতরীটির ৩ হাজার ৬৯৬ জন উপকূলে ফিরে গেছেন বলেও জানিয়েছে নৌবাহিনী।
এর আগে থিওডোর রজভেল্টে থাকা মানুষের মধ্যে শুক্রবার ৪৪৭ জন এবং বৃহস্পতিবার ৪১৬ জনের শরীরে করোনার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়।
মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শানাক্তের পর রণতরীটিকে যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে নোঙর করা হয়।