অনলাইন ডেস্কঃ রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালটি লকডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার (১৪ এপ্রিল) হাতিরঝিল থানার ওসি অপারেশন গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালটির চিকিৎসকসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করে হাসপাতালটি লকডাউন করা হয়েছে।