ভোলার দৌলতখান উপজেলায় জুয়েল নামে এক মুদি ব্যবসায়ীর বসত ঘর থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার চরখলিফা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিঝি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের বসত ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। উদ্ধারকত চাল ১০ টাকা মূল্যের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির।
 
জানা যায়, দুপুরে ইউএনও জীতেন্দ্র কুমার নাথ এবং ওসি মো. বজলার রহমানসহ একটি টিম অভিযান চালিয়ে সরকারি ৩৮ বস্তা সরকারি চাল আটক করে। এ সময় এর সঙ্গে জড়িত ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করে।
দৌলতখানের ইউএনও জীতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারি ৩৮ বস্তা চালসহ দু’জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।