আপটেড নিউজ ডেস্ক:: গাজীপুরে এক সাংবাদিক ও দুই চিকিৎসকসহ আরো ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
তিনি জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের দুই চিকিৎসক, এক রেডিওলজিস্ট ও একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকসহ গাজীপুরে নতুন করে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫১ হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত চিকিৎসকদের সংস্পর্শে আসা আরো ২১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের পরিচালক রাজিব হাসান জানান, আক্রান্ত চিকিৎসক ও রেডিওলজিস্টরা রাজধানীর মিরপুর থেকে হাসপাতালে যেতেন। তারা স্টাফ বাসে বাকি কর্মীদের সঙ্গেই যাতায়াত করতেন। আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের আইসোলেশনে নেয়ার প্রস্তুতি চলছে।