আপডেট নিউজ ডেস্ক: সারা বিশ্বের ৭০টি করোনা ভ্যাকসিন আবিষ্কারের কাজ চলছে। ভ্যাকসিন তৈরির ক্লিনিকাল প্রক্রিয়ায় সবচেয়ে এগিয়ে আছে হংকং অনুমোদিত ক্যানসিনো বায়োলজিকস ইনক।বেইজিং ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজির দ্বারা নির্মিত একটি পরীক্ষামূলক ভ্যাকসিন রয়েছে দ্বিতীয় পর্যায়ে। মানুষের মধ্যে পরীক্ষা করা হচ্ছে মার্কিন ড্রাগ প্রস্ততকারক মোদারনা ইনক এবং ইনোভিও ফার্মাসিউটিক্যালস ইনক।

ক্যানসিনো গত মাসে বলেছিল যে এটির ভ্যাকসিনের মানবিক পরীক্ষা শুরু করতে চীনা নিয়ন্ত্রক অনুমোদন পেয়েছে। কেমব্রিজ, ম্যাসাচুসেটস ভিত্তিক মোদার্না মার্চ মাসে দ্রুত মানবিক পরীক্ষায় যাওয়ার অনুমোদন পেয়েছিল। ইনোভিও গত সপ্তাহে মানব পরীক্ষা শুরু করেছিল।

ভ্যাকসিনগুলো বিকাশে অভূতপূর্ব গতিতে কাজ করছেন বিজ্ঞানীরা। বড় ও ছোট ওষুধ প্রস্তুতকারীরা ভ্যাকসিন তৈরির আপ্রাণ চেষ্টা করছেন। কারণ তারা জানেন ভাইরাসটির সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ভ্যাকসিন। সাধারণত একটি ভ্যাকসিন বাজারে আসতে ১ থেকে ১৫ বছরের মতো লাগে।