চরফ্যাশন প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রবের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও মনপুরা থানা পুলিশ। এঘটনায় জড়িত থাকায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান মনপুরা থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন।
প্রধান আসামী আব্দুর রব মেম্বারকে এখনোও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সাংবাদিককে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মনপুরা থানার পুলিশসহ হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজ উদ্দিন এলাকার কাওসারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইউপি সদস্য আব্দুর রবের ষ্টককৃত ১২বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। সরকারি চাল আত্মসাতের অভিযোগে মো.আজগর আলী,কাওসার ও হারুন নামের তিন ব্যাক্তিকে আটক করা হলেও মূল হোতা আব্দুর রব পলাতক রয়েছে। নির্বাহী কর্মকর্তা আরোও জানান, এঘটনার সাথে জড়িত থাকায় ইউপি সদস্য আব্দুর রব সহ ৪জনের নামে থানায় একটি মামলা করা হয়েছে।