অনলাইন ডেস্কঃ  রাজধানীতে মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ৫৩ জনকে ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর উপ-পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।
 
সুজয় সরকার বলেন, রাজধানীর মিরপুর, কল্যাণপুর, কাপ্তানবাজার, বংশাল, হানিফ ফ্লাইওভার ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
 
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সুরক্ষিত রাখতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে ঘরে ঘরে গিয়ে অনুদান দিচ্ছে।
 
রাজধানীবাসীর কাছে অনুরোধ জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, আপনাদের নিজের জন্য ও পরিবারের জন্য হলেও ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের কল করুন। আমরা আপনাদের সেবাই নিয়োজিত রয়েছি।