খুলনায় করোনাভাইরাস আক্রান্ত চারজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাদের শরীর থেকে জ্বর নেমে গেছে, স্বাভাবিক খাবারও খাচ্ছেন।
বৃহস্পতিবার আক্রান্তদের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরো কয়েকদিন চিকিৎসা শেষে আবারো তাদের নমুনা পরীক্ষা করা হবে। তখনই চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, তারা এখন পর্যন্ত ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করেছেন। এরমধ্যে চারজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছেন। বাকিদের ফ্লু কর্নার ও আইসোলেশন সেন্টারে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল। আক্রান্ত ব্যক্তি যশোরের মনিরামপুরের একজন স্বাস্থ্যকর্মী। ১৩ এপ্রিল শনাক্ত হয় দুইজন। একজন খুলনা মহানগরীর অবসরপ্রাপ্ত ব্যাংকার, অপরজন নড়াইলের লোহাগড়ার একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি। এছাড়া ১৪ এপ্রিল বাগেরহাটের চিতলমারীর একজনকে শনাক্ত করা হয়।