রিপোর্ট অলিউল্লাহ:: ডাঃ মু. হাফিজুর রহমান তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিডনি রোগের উপর পোস্ট গ্রাজুয়েশন এমডি (নেফ্রোলোজি) ডিগ্রী অর্জণ করেছেন।
ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ২০০৭ সালে এমবিবিএস পাশ করে, তিনি ৩৩তম বিসিএস ক ৫ ক্যাডারে (স্বাস্থ্য বিভাগ) উত্তীর্ণ হয়ে সরকারী চাকুরিতে যোগদান করে দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে রোগিদের সেবা প্রদান করছেন। বর্তমানে তিনি জাতীয় কিডনী ইনস্টিটিউট হাসপাতাল, ঢাকায় কর্মরত আছেন।
তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম হযরত আযীযুর রহমান কায়েদ সাহেব হুজুর (রহ:) এর নাতী ও আলহজ্জ হযরত মাওলানা আব্দুস সাদেক সাহেব (সাবেক উপাধ্যক্ষ, ঝালকাঠী এন,এস কামিল মাদ্রসা) এর চতুর্থ ছেলে। ডাঃ মো: হাফিজুর রহমান এর গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়ের জিরাইল।