আপডেট নিউজ ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে (কভিড-১৯) প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে ১৪ হাজার। আজ শনিবার সকালে দ্য হিন্দুর লাইভ আপডেটে বলা হয়, ভারতে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত ১৪ হাজার ২৫২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। নতুন করে আক্রান্ত ১ হাজার ৭ জন।
এদিকে ভারতের মুম্বাইয়ে নৌবাহিনীর ১৫-২০ জন নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। তাদেরকে শহরে নৌবাহিনীর একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২০৯ জনে।
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত কভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ২৮২ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৭৩ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৫৬ জনের।