পাথরঘাটা প্রতিনিধি/ বরগুনার পাথরঘাটায় করোনাভাইরাসের কারণে নিষেধাজ্ঞার মধ্যেও নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন এক ব্যক্তি। এ বিষয়ে জানতে চাওয়ায় এক যুককের মাথা ফাটিয়ে দিয়েছেন তিনি।
শনিবার সকালে ওই উপজেলার কালমেঘা ইউপির ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে। অভিযুক্ত ইসহাক একই গ্রামের জাফর মুন্সির ছেলে।

আহত রুহুল আমিন জানান, নিষেধাজ্ঞার পরও নারায়ণগঞ্জ থেকে কেন গ্রামে এসেছেন- জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে তার মাথা ফাটিয়ে দেন ইসহাক। তার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে।পাথরঘাটার ইউএনও মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। ইসহাককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী যুবক।