অনলাইন ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর-সর্দি নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
করোনা আইসোলেশন ওয়ার্ডের ফোকালপার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, পিরোজপুরের জিয়ানগরের বাসিন্দা জ্বর-সর্দি নিয়ে শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। রোববার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য দেয়া হয়েছে।