পটুয়াখালী প্রতিনিধি:: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পটুয়াখালীর গলাপচিপা থানার এসআই শহিদুল ইসলাম।
রবিবার (১৯শে এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। এছাড়া, এ ঘটনার ছবি ছবি তুলতে গেলে হামলাকারীরা দুই সাংবাদিককে মারধর করেন। আহত দুই সাংবাদিক এলাহী ও সাব্বির আহমেদ ইমন। রতনদী তালতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াজ খলিফার নেতৃত্বে এ হামলা চালান তার সন্ত্রাসী বাহিনী। পুলিশ অভিযুক্ত রিয়াজ খলিফাকে আটক করেছে।
পুলিশ জানায়,গলাচিপার স্থানীয় কয়েক যুবক রতনদী তালতলী এলাকার একজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে কাটাখালী বাজারে বসে গোলযোগ সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে থানায় যেতে বলেন। এসময় অভিযুক্ত যুবলীগ সভাপতি রিয়াজ খলিফা পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করলে তার লোকজন নিয়ে পুলিশের উপর হামলা চালান। সাংবাদিকরা এ ঘটনার ছবি তুলতে গেলে তারা তাদের উপরও হামলা করে।
পরে, গলাচিপা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে রিয়াজকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।
শীর্ষনিউজ/এম