আপডেট নিউজ ডেস্ক: ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখার খবর এসেছে।চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় এ সংবাদমাধ্যমটি জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তাদের ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।
পরীক্ষায় কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মীদের ছাড়া অন্য কারও দেহে ভাইরাস পাওয়া যায়নি।ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে মঙ্গলবার সকালে ১৮ হাজার ৬০১ জনে দাঁড়িয়েছে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে।