নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বানারীপাড়ায় ৫২০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো বেনাপোল থানার বুত্তিপাশা গ্রামের আ. রউফের ছেলে মনিরুজ্জামান (২৮) ও যশোর কোতয়ালী থানার দত্তপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬)। বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (বাকেরগঞ্জ. উজিরপুর ও বানারীপাড়া সার্কেল) আনোয়ার সাঈদ মঙ্গলবার সকালে থানায় এসে ওই দুই আসামিকে জিঙ্গাসাবাদ করেন।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, ফেনসিডিলসহ আটককৃতরা জিঙ্গাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে মঙ্গলবার দুপুরে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার সোহাগের ফার্মেসিতে তালাবদ্ধ করে দিয়েছেন।