আপডেট নিউজ ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে। মৃত বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ছয়শ’তে।

বুধবার সকালে দ্য হিন্দু’র লাইভ আপডেটে বলা হয়, দেশটিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬০ জন। মৃত ৬৪৭ জন।এদিকে কেন্দ্রীয় সরকারের পাঁচ সদস্যের একটি টিম জানিয়েছে, মুম্বাইতে এপ্রিল মাসে করোনা আক্রান্ত ৪২ হাজার ছাড়িয়ে যেতে পারে। মধ্য মে নাগাদ তা সাড়ে ছয় লাখে গিয়ে ঠেকতে পারে।

ভারতের ৮০ শতাংশ করোনা আক্রান্তের মধ্যে উপসর্গ নেই বা থাকলেও খুব সামান্য উপসর্গ দেখা যাচ্ছে।

উপসর্গহীন আক্রান্তদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ভয় থাকলেও পরীক্ষা নীতিতে আপাতত কোনো পরিবর্তন আনার বিষয়ে ভাবছে না কেন্দ্রীয় সরকার।এদিকে উত্তরপ্রদেশের মোরদাবাদে করোনা টেস্ট করতে যাওয়া মেডিকেল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ১৭ এপ্রিল কেরালা প্রশাসনের নির্দেশিকায় সেলুন, রেস্তোরাঁ, স্থানীয় ওয়ার্কশপ, বুকস্টোর ইত্যাদি খোলায় অনুমতি দেওয়া হয়।তবে সোমবার কেন্দ্রীয় সরকারের অবস্থান জানার পর আপাতত সেলুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তালা পড়বে রেস্তোরাঁগুলোতেও। তবে যদি বাড়িতে এসে কেউ চুল কেটে দিয়ে যান, তাতে নিষেধাজ্ঞা চাপানো হবে না।

এছাড়া বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪০০ জন।