গৌরনদী প্রতিনিধি।। গৌরনদী উপজেলার সরিকলে শাহাজিরা, সাকোকাঠী,মহিষা, আধুনা সহ অনেক গ্রামে নীল আকাশে উড়ছে ঘুড়ি ঘুড়ি উড়িয়ে সময় কাটাচ্ছে।  এমনকি রাতেও ঘুড়ি উড়ানো বাদ যাচ্ছেনা সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ঘুড়ি উড়িয়ে সময় কাটাচ্ছে । কাটাকাটিখেলা উল্লাসধ্বনি করছে। কেউ ছুটে চলছে কেটে যাওয়া ঘুড়ির পেছনে। কেউ ঘুড়ি উড়ায় আবার কেউ ঘুড়ি লুট (ধরে) করে। এমন দৃশ্য এখন গ্রাম ও শহর এলাকায় দেখা মেলে। না

ঘুড়ি, আবহমানকাল থেকে আমাদের ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। একসময় ছেলে বুড়ো সবার কাছে ঘুড়ি উড়ানোর জনপ্রিয়তা ছিল।এখন আর ঘুড়ি উড়ানো দেখা যায় না। মহামারী কর্ণার ভয়ে মানুষ যখন ঘর বন্দী একটু আনন্দের তার মাঝে একটু আনন্দের শস্তি ঘুড়ি উড়ানো এমনি করেই প্রতিদিন কেটে যায় সারা বিকেল।