বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের কর্মহীন শতাধিক মানুষ ত্রাণের দাবিতে আবারও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এ নিয়ে ওই ওয়ার্ডে তৃতীয়বারের মতো বিক্ষোভ করলো ত্রাণ বঞ্চিতরা। সড়কে অবস্থান নিয়ে প্রায় ১ ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দিলে বাড়ি ফিরে যায় বিক্ষুব্ধরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার বরিশাল-লাকুটিয়া সড়কে অবস্থান নেয় ত্রাণ বঞ্চিত স্থানীয় শতাধিক বাসিন্দা। তারা জানান, এর আগে ত্রাণের দাবিতে তারা দুইবার বিক্ষোভ করেন। তখন ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও তারা ত্রাণ পাননি।

এদিকে লকডাউনের কারণেও তারা কোন কাজকর্ম করতে পারছেন না। ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে আবারও ত্রাণের দাবিতে সড়কে নেমেছেন তারা। প্রায় ১ ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দেয়ার পর সড়ক থেকে বাড়ি ফিরে যান তারা।

এ ব্যাপারে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাসের বক্তব্য নেয়া যায়নি। ওই এলাকায় এর আগে গত ১৫ ও ১৯ এপ্রিল ত্রাণের দাবিতে বিক্ষোভ করে স্থানীয় কর্মহীন নিম্ন আয়ের মানুষ।