করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বরিশাল জেলা প্রশাসন।
এর ধারাবাহিকতায় আগাম সতর্কতা কার্যক্রম হিসেবে আক্রান্ত রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করতে বরিশাল নগরীর বেশকিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
 
নগরীর সাগরদী পিটিআই ক্যাম্পাসে বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পিটিআই কর্তৃপক্ষ তাদের শের-ই-বাংলা পুরুষ হোস্টেল এবং আহসান হাবীব পুরুষ হোস্টেল দুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
২৬ কক্ষ বিশিষ্ট হোস্টেল দুটিতে ৫২ ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করা যাবে।
 
সেই সঙ্গে পর্যায়ক্রমে বরিশাল জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিসি এস এম অজিয়র রহমান।