বরগুনা প্রতিনিধি:: বরগুনায় শিশুসহ আরো সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ জন হলো। এর মধ্যে দুইজন মারা গেছেন ও সুস্থ হয়েছেন দুইজন।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন হাসান শাহিন খান জানান, শনিবার রাতে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে সাতজনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে একজন বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, তিন শিশু, দুই নারী ও দুইজন পুরুষ রয়েছেন।
 
এদিকে জ্বর ও গলাব্যথা নিয়ে মারা যাওয়া জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতির করোনা নেগেটিভ এসেছে। এতে তার বাড়িসহ পাশের ছয়টি বাড়ির লকডাউন উঠিয়ে নিয়েছে প্রশাসন।